Bengali Song Lyrics, Tapur Tupur Song Lyrics, Rosogolla Movie Song Lyrics.
Song Details :
- Song : Tapur Tupur.
- Movie Name: Rosogolla.
- Vocal, Music & Lyrics : Arnab Dutta.
- Directed by: Pavel.
- Cinematography: Supriyo Dutta.
- Presenter: Windows, Akshay Parija & P. C. Chandra Jewellers.
- Produced by: Nandita Roy & Shiboprosad Mukherjee.
Tapur Tupur song lyrics in Bengali
টাপুর টুপুর বৃষ্টি নুপুর
জল ছবিরই গায়,
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায়, রে
মেঠো সুরের ছায়।
রং-বেরঙ এর বেলোয়ারী
সাতরঙা রং মুখ,
তোর মুখেতেই লুকিয়ে আছে
জীবন ভরের সুখ, রে
জীবন ভরের সুখ।
যখন শিমুল পলাশ ঝরবে পথে
দুলবে হাওয়া বুকে,
থাকবো দুজন দুজনাতে
শপথ নিয়ে সুখে।
শিমুল পলাশ ঝরবে পথে
দুলবে হাওয়া বুকে,
থাকবো দুজন দুজনাতে
শপথ নিয়ে সুখে।
গাইবো তোরই দৃষ্টিপানে
এক সুরেরই গান।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর
জল ছবিরই গায়,
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায়, রে
মেঠো সুরের ছায়।
খর বায়ুর সাথে ভেসে
ছাই মেঘেরই বুকে,
ফিরব মোরা মনের ঘাটে
সন্ধ্যে নামার মুখে।
খর বায়ুর সাথে ভেসে
ছাই মেঘেরই বুকে,
ফিরবো মোরা মনের ঘাটে
সন্ধ্যে নামার মুখে।
বলি ও রজনী …
বলি ও রজনী তোর হাতে যে
পিয়ার আঁখি খানি।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর
জল ছবিরই গায়,
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায়, রে
মেঠো সুরের ছায়।
কেমন করে এমন হলো
যা হতো না আগে,
ছলাৎ ছলাৎ বুকের মাঝে
কোন এক নদী জাগে।
কেমন করে এমন হলো
যা হতো না আগে,
ছলাৎ ছলাৎ বুকের মাঝে
কোন এক নদী জাগে।
বলি ও সজনী …
বলি ও সজনী তোর হাতে যে
আমার জীবনটাই।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর
জল ছবিরই গায়,
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায়, রে
মেঠো সুরের ছায়।
Tapur Tupur song lyrics in English
Tapur tupur bristy nupur
Jol chobiri gaay
Tui je amar ekla aksh
Metho surer chaay,
re Metho surer chaay
Rong beronger beloyari
Saat ronga rong mukh
Tor mukhetei lukiye ache
Jibon bhorer sukh,
Re Jibon bhorer sukh
Jokhon shimul polash jhorbe pothe
Dukbe hawa buke
Thakbo dujon dujonate
Shopoth niye sukhe
Gaibo tori dristipaane
Ek sureri gaan
Khoro bayur sathe vese
Chaai megheri buke
Firbo mora moner ghate
Sondhey namar mukhe
Boli o rajani tor haate je
Piyar ankhi khani
Kemon kore emon holo
Ja hoto na gey
Cholat cholat buker majhe
Kon ek nodi jaage
Boli o sajani tor haate je
Amar jibontai