Bengali Song Lyrics, Prem Tame movie song Lyrics, Anindya Chattopadhyay Song Lyrics.
Song Details :
- Song : Tomar E Toh Kachhe.
- Movie : Prem Tame.
- Singer : Anindya Chattopadhyay.
- Music & Lyrics : Prasen.
- Film Director : Anindya Chattopadhyay.
- Produced By : Shree Venkatesh Films.
Prem Tame movie song lyrics in Bengali
তোমারই তো কাছে
মোর বেঁচে আছে
আনাচে কানাচে বোবা মন
কেন হায়
বলতে না পেরে
ব্যথাদের কোলে
ঘুমিয়ে পড়েছি যেন রেল লাইনে, রাস্তায়
ঠিক তখনই বুঝেছি
তোমাকে খুঁজেছি
ঠিক তখনই বুঝেছি
তোমাকে খুঁজেছি
নরম নরম পাশের বালিশের মতো
জেনে বুঝে নিয়ে
ফিরে ফিরে এসো
ঠিকানা পাঠানো আছে হাসিদের
মাঝে মাঝে তাই
তোমারই তো নামে
কমে বাড়ে থামে
মনেদের গ্রামে স্পন্দন
কেন হায়
ঘাসেদের মতো
জোনাকি শরীরে
জ্বালিয়ে নিয়েছি যেন
মন কেমনের অবেলায়
ঠিক তখনই বুঝেছি
তোমাকে খুঁজেছি
ঠিক তখনই বুঝেছি
তোমাকে খুঁজেছি
নরম নরম পাশের বালিশের মতো
জেনে বুঝে নিয়ে
ফিরে ফিরে এসো
ঠিকানা পাঠানো আছে হাসিদের
মাঝে মাঝে তাই
Lyrics in English
Tomar e toh kachhe
More beche ache
Anache kanache boba mon
Keno haaye
Bolte na pere
Byathader kole
Ghumiye porechi jeno rail line a, rastay
Thik tokhoni bujhechi
Tomake khujechi
Thik tokhoni bujhechi
Tomake khujechi
Norom norom pasher balisher moto
Jene bujhe niye
Fire fire esho
Thikana pathano aache hasider
Majhe majhe tai
Tomaroi toh name
Kome bare thame
Moneder grame swapdan
Keno hay
Gasheder moto
Jonaki sorire
Jaliye niyechi jeno
Mon kemoner abelay
Information Source : SVF